বড় ব্যবধানে কিইউদের হারিয়ে সিরিজ ভারতের

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৭, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে ভারতের দেয়া ৫৪০ রানের পাহাড় বিশাল লক্ষের সামনে টিকতেই পারল না টেস্ট চ্যাম্পিয়ান  নিউজিল্যান্ড। তৃতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করে একবারে হারের কিনারায় চলে যায় ব্লাকক্যাপসরা।

মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে ভারতের দেয়া ৫৪০ রানের পাহাড় বিশাল লক্ষের সামনে টিকতেই পারল না টেস্ট চ্যাম্পিয়ান  নিউজিল্যান্ড। তৃতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করে একবারে হারের কিনারায় চলে যায় ব্লাকক্যাপসরা।

চতুর্থ দিন মাত্র ৪৫ মিনিট স্থায়ী হলো এই লড়াই। সফরকারীরা ১৬৭ রানে গুটিয়ে যাওয়ায় ভারত জিতেছে ৩৭২ রানের বিশাল ব্যবধানে। রানের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় জয়। প্রথম জয় নতুন কোচ রাহুল দ্রাবিড়েরও!

এজাজ প্যাটেলের ১০ উইকেটের কীর্তি গড়া টেস্টে নিউজিল্যান্ড কোনওভাবেই প্রতিরোধ গড়তে পারলো না। অথচ প্রথম টেস্ট তারা অবিশ্বাস্যভাবে ড্র করেছিল রাচিন রবীন্দ্রের কল্যাণে। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেও মাঠে ছিলেন তিনি। এবার আর প্রতিরোধ গড়তে পারলেন না। ভারতের উইকেট উৎসবের শুরুই হয় তাকে দিয়ে। দলীয় ১৬২ রানে রাচিনের ফেরার পর বাকিরা শুধু আসা-যাওয়া করেছেন।

চতুর্থ দিন কিউইদের ৫ উইকেটের চারটিই নিয়েছেন অফস্পিনার জয়কান্ত যাদব। রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন একটি। এই ইনিংসে অশ্বিন-জয়কান্ত প্রত্যেকেই ৪টি করে উইকেট নিয়েছেন।একটি নিয়েছেন অক্ষর প্যাটেল।

ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করা মায়াঙ্ক আগারওয়াল। সিরিজসেরা দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এই টেস্ট জিতে সিরিজ ১-০ তে নিশ্চিত করেছে ভারতীয়রা। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে যুক্ত করেছে ১২টি পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩২৫ (মায়াঙ্ক ১৫০; এজাজ ১০/১১৯) ও ২৭৬/৭ ডি. (মায়াঙ্ক ৬২; অক্ষর ৪১*; এজাজ ৪/১০৬, রাচিন ৩/৫৬)

নিউজিল্যান্ড: ৬২ (জেমিসন ১৭; অশ্বিন ৪/৮, সিরাজ ৩/১৯) ও ১৬৭ ( ড্যারিল ৬০, নিকোলস ৪৪; অশ্বিন ৪/৩৪, জয়কান্ত ৪/৪৯)

ফল: ভারত ৩৭২ রানে জয়ী।

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস