ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অনিশ্চিয়তায় মাঠে গড়ানো নিয়ে ঢাকা টেস্ট

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৭, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

রাজধানী ঢাকায় বৃষ্টির মাত্রা এতোটাই যে, দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা। সাড়ে ১১টায়ও  হোটেল থেকে বের হতে পারেনি দুই দল।

বৃষ্টিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাতভর বৃষ্টি হয়েছে। একই দৃশ্য  দেখা যাচ্ছে সোমবার সকালেও।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার এই টেস্টের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে দুই দলই এখন হোটেলে অবস্থান করছেন। তাদের পরবর্তী আপডেট না জানানো পর্যন্ত সেখানেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।

এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকেই। ৫৭ ওভার খেলা হয়েছিল। পরে আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

Share This Article