নগদের ডিএসও সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৩, রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮

লালমনিরহাটে বিটুবি দেওয়ার কথা বলে চার ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে নগদের ডিএসও মীর এরশাদুল হক।

লালমনিরহাটে বিটুবি দেওয়ার কথা বলে চার ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে নগদের ডিএসও মীর এরশাদুল হক। এ ঘটনায় রোববার বিকেলে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। 

ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, মীর এরশাদুল হক নগদের ডিএসও হিসেবে কাজ করেন। আমরাও নিয়মিতভাবে তার সঙ্গে লেনদেন করে থাকি। বরাবরের মতো ৭ নভেম্বর ডিএসও মার্কেটিংয়ের কাজে আসেন এবং বিটুবি দেবে বলে টাকা নেন। পরে বিটুবি না করে পরে দেবেন বলে জানান। কিন্তু পরেও বিটুবি না পেয়ে আমরা অফিসে যোগাযোগ করি। শাখা ম্যানেজার মতিউর রহমান জানান ডিএসও’র মা অসুস্থ। অফিসে আসলে আপনাদের টাকা দেওয়া হবে কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও আমরা টাকা পাইনি। ডিএসও এরশাদুলের নাম্বার বন্ধ রয়েছে

তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ী মানুষ। দোকান থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলে। টাকাগুলো এভাবে ডিএসও আটক করায় দোকান বন্ধ রয়েছে। আয় না থাকায় আমার খুব কষ্টে আছি।  

বিষয়টি নিয়ে নগদের জেলা ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. মতিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, ডিএসও এরশাদুল ওই দিন সকালে মার্কেটিংয়ে গিয়ে আর ফেরেননি। দুপুরে ফোন দিলে এরশাদুল বলে তার মা অসুস্থ বলে জানান। কিন্তু সন্ধ্যায়ও তিনি অফিসে না এসে হিসাব আমাদের গ্রুপে দিয়েছেন। পরের দিন থেকেই তার ব্যবহৃত সকল নম্বর বন্ধ রয়েছে। আমরাও এরশাদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share This Article


ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে দলনেতাসহ 'কিশোর গ্যাং'র ৩৭ সদস্য গ্রেপ্তার

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় ঢাবি শিক্ষার্থী আটক

খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

রোহিঙ্গা থেকে বাংলাদেশি হতে খরচ ত্রিশ হাজার টাকা

বিপুল দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরের ৩৯ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

‘দুবাইয়ের পণ্য’ তৈরি হচ্ছে মুন্সীগঞ্জে, বিক্রি সারাদেশে

অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হলেও গ্রেফতারে পিছপা হয়নি প্রশাসন

চায়ের দোকানে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা