ধনঞ্জয়ার অসাধারণ সেঞ্চুরিতে নাটকীয় মোড় গল টেস্টে!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২১, শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮

ধনঞ্জয়ার অসাধারণ সেঞ্চুরিতে  ম্যাচটা বাঁচিয়ে রেখেছে বলা যায় স্বাগতিক লঙ্কানদের।

প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করছে স্বাগতিক শ্রীলঙ্কা। বিশেষ করে মিডল অর্ডারে ৫ নম্বরে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে ম্যাচটা বাঁচিয়ে রেখেছে বলা যায় স্বাগতিক লঙ্কানরা।

চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ৩২৮ রান। ১৫৩ রানের বিশাল এক ইনিংস খেলে এখনও অপরাজিত রয়েছেন ডি সিলভা। তার সঙ্গে নবম উইকেট জুটিতে স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া অপরাজিত রয়েছেন ২৫ রানে।

পঞ্চম লঙ্কানরা ব্যাট করতে নামবে ২৭৯ রান নিয়ে। বাকি দুই উইকেটে লঙ্কানরা কত রান যোগ করতে পারবে, কত রানের লক্ষ্য দিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তারা ছাড়তে পারবে, সেটাই এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত হয়তো টেস্টটি ড্র’য়ের দিকেই এগুচ্ছে। যদিও, এ ক্ষেত্রে ক্যারিবীয় ব্যাটসম্যানদের দৃঢ়তা দেখানো সবচেয়ে জরুরি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই করুনারত্নের উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। এরপর ১৪ রান করে ফিরে যান ওশাদা ফার্নান্দো। চারিথ আশালঙ্কা আউট হন ১৯ রান করে। এরপরই পাথুম নিশঙ্কা এবং ধনঞ্জয়া ডি সিলভা মিলে জুটি গড়েন। ৬৬ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা।

দিনেশ চান্ডিমাল ২ রানে, রমেশ মেন্ডিস ২৫ রান করে বিদায় নিলেও অষ্টম উইকেটে লাসিথ এম্বুলদেনিয়া এবং ধনঞ্জয়া ডি সিলভা মিলে দিন শেষ করে দেন।

Share This Article


মাহমুদউল্লাহদের সামনে যে দুটি পথ খোলা

বৃষ্টির পর খেলা ফের শুরু

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-বাংলাদেশ খেলা বন্ধ

ছুটিতে হাথুরুসিংহে, দায়িত্বে নিক পোথাস

রাষ্ট্রের সংবিধান নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা দিয়েছে: মিরাজ

ফেসবুক পোস্ট নিয়ে তানজিমের ভুল স্বীকার, যে বার্তা দিল বিসিবি

নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

রোহিত-বিরাটকে বিশ্রামে রেখে অস্ট্রেলিয়া সিরিজের দলে অশ্বিন

এশিয়া কাপ শেষে কোন দল কত টাকা পেলো

ফাইনালে হারের পর শ্রীলংকার অধিনায়ক যা বললেন

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপে ৮ম চ্যাম্পিয়ন ভারত

ফাইনালে চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা