সারাদেশেই ঝড়-বৃষ্টির আভাস, ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:১৩, সোমবার, ৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আগামী কয়েক দিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার সারাদেশে অর্থাৎ দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

রোববার রাতে ঢাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পড়েছে শিলা। গতরাতে ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে।

আগামী কয়েক দিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
 

Share This Article