প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:১৬, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭ ফাল্গুন ১৪৩০
  • সারাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল করেছে সরকার
  • হাইটেক পার্কে বিনিয়োগের আহবান 
  • প্রবাসী বাংলাদেশিদের রাজনীতি যুক্ত হওয়ার তাগিদ
  • কিছু লোক দেশের অগ্রগতির ধারাবাহিকতা চায় না
  • তাদের হারভাঙা জবাব দিতে হবে 

দেশের সমৃদ্ধির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রবাসীরা যেসব দেশে অবস্থান করছেন সেসব দেশের রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত হয়ে বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ করে দেশের বাস্তব চিত্র তুলে ধরার আহবান জানান।  

শেখ হাসিনা বলেন, ‘কিছু লোক দেশের অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা চায় না। তারা এখন মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য দিয়ে ষড়যন্ত্রের জবাব দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বেশ কয়েকটি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার। প্রবাসীদের ব্যক্তিগতভাবে বা বিদেশি অংশীদারদের সাথে বিনিয়োগ করতে হবে। এভাবে প্রবাসীরা বাংলাদেশ ও এর জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার তৃণমূল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হওয়ার পথে যাত্রা শুরু করবে। সুতরাং, প্রবাসী বাংলাদেশিরা একটি উন্নয়নশীল দেশের অগ্রযাত্রাকে মসৃণ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। প্রত্যেক প্রবাসী বাংলাদেশিকে দেশের রাষ্ট্রদূত হিসেবেও বর্ণনা করেন তিনি।

১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা।

Share This Article


প্রধানমন্ত্রীর চীন সফর: থাকতে পারে যে নতুন ঘোষণা

'ফলস হোপ' ও আওয়ামী লীগ সরকারের সক্ষমতার অবমূল্যায়ন বিএনপিকে ব্যর্থ করেছে

ছাত্র-শিক্ষকদের আন্দোলনে চাপা পড়ছে বিএনপির আন্দোলন!

সার্বজনীন পেনশন স্কিম কতৃপক্ষের সঙ্গে সাত ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না, বৃদ্ধি পাবে বিদ্যুৎ সরবরাহ

প্রধানমন্ত্রীর চীন সফর : অগ্রাধিকার পাবে যেসব বিষয়

রাজস্ব আদায়ের নতুন মাইলফলক ঢাকা দক্ষিণ সিটির

চীন-বাংলাদেশের জনগণের সংযোগ বয়ে আনবে ঢাকা-বেইজিং ফ্লাইট!

"অন্যরা মিছিলকরলে গ্রেপ্তার করা হয়, রিজভীকে কেন গ্রেপ্তার করা হয় না?"

আদানি পাওয়ার প্লান্ট বন্ধ হয়নি, কারিগরি ত্রুটি সারিয়ে ১ ইউনিট চালু

ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডোর কী

বড় কোন পরিবর্তন ছাড়াই বাজেট পাস