অস্ট্রেলিয়া দলে নতুন উকেটকিপার

স্পোর্টস ডেস্ক:
নারী সহকর্মীকে 'যৌন উসকানিমূলক' মেসেজ পাঠানোর অপরাধে শুধু অধিনায়কত্ব নয়, দলই ছাড়তে হলে অসি উইকেটকিপার টিম পেইনকে। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকেই বিরতিতে গেছেন টিম পেইন। তার অবর্তমান অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন দলটির পেস-অলরাউন্ডার প্যাট কামিন্স।
এর সঙ্গে নতুন উইকেটকিপারও পেল টিম অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য অ্যালেক্স ক্যারেকে উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।
অর্থাৎ আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবা টেস্টে অভিষেক হতে চলেছে ৩০ বছর বয়সি এই ক্রিকেটারের।
টেস্টের ক্যাপ মাথায় তুলে ক্যারে হবে অস্ট্রেলিয়ার ৪৬১তম টেস্ট ক্রিকেটার ও ৩৪তম উইকেটরক্ষক।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৪৫ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি ব্যাটার।
অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন ও ডেভিড ওয়ার্নার।