টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দীপুর অভিষেক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৯, মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সাকিব-লিটন না থাকায় নাজমুল হোসেন শান্ত টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শাহাদাতের। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার এই ব্যাটার। ২২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে ১৩৮৩ রান করেছেন।

এদিকে কিউইদের বিপক্ষে পুরোপুরি স্পিন নির্ভর দল সাজিয়েছে বাংলাদেশ। একাদশের একমাত্র পেসার শরীফুল ইসলাম। দলে আছেন তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

Share This Article