৪২ লাখ টাকা মূল্যের সোনার বারসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১০:১৫, সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩ আশ্বিন ১৪৩০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানে সহযোগিতা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) এক সদস্য। তাঁর কাছ থেকে ৪২ লাখ টাকা মূল্যের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নিরাপত্তাকর্মী হলেন নাহিদ মিয়া। এ ঘটনায় জড়িত এক যাত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার রাতে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান, নাহিদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।