মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে সাকিব

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:০১, সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২০ অগ্রহায়ণ ১৪২৯

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জেতার পর ৩ ডিসেম্বর (রোববার) মধ্যরাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন।

 

রোববার রাত ১২টার দিকে হাকিম চত্বরে যান সাকিব। সাকিবকে ক্যাম্পাসে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী ইমরান নাজির। মিনিট দশেক খেলার পর তিনি চলে যান।

ইমরান নাজির বলেন, 'আমি খুব ভাগ্যবান মানুষ যে সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পেরেছি।'

গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব আল হাসান ও বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও ধুঁকতে থাকে। যেখানে ১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে। তবে শেষের ব্যাটার মোস্তাফিজকে নিয়ে ‍যুদ্ধ চালিয়ে যান মিরাজ। দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

এদিন ১০ ওভার বল করে ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে ৩৮ বলে ২৯ রান করেন তিনি।

বিষয়ঃ তারকা

Share This Article