ঢাকা থেকে বরিশালে যাচ্ছে চিকিৎসক দল

নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে। চিকিৎসা সহায়তা দিতে সেখানে ঢাকা থেকে সাত বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হচ্ছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড সামন্ত লাল সেন। তিনি জানান, শেবাচিম বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকের দল পাঠানো হচ্ছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরো চিকিৎসক পাঠানো হতে পারে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যায় বলে জানা গেছে। চাঁদপুর ও বরিশাল টার্মিনাল লঞ্চটি থামে এবং যাত্রী উঠা-নামা করে। ঝালকাঠির গাবখানের কাছাকাছি সুগন্ধা নদীতে থাকা অবস্থায় রাত ৩টার পর লঞ্চে আগুন ধরে যায়। এতে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়। আর আহত হন আরো অন্তত ৭৮ জন।