কিশোরীকে গুলি করে মারলো মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে পুলিশের ‘লক্ষ্যভ্রষ্ট’ গুলিতে ১৪ বছরের এক কিশোরী মারা গেছে। ঘটনার সময় মেয়েটি একটি কাপড়ের দোকানের ড্রেসিংরুমে ছিল। বাইরে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির দিকে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ড্রেসিংরুমের ভেতরে থাকা মেয়েটির গায়ে লাগে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলসের নর্থ হলিউড এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের গুলিতে সেই সন্দেহভাজন ব্যক্তিও মারা গেছেন। তবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তির আক্রমণে আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তির উদ্দেশ্য কী ছিল তা এখনো জানা যায়নি। তবে তার কাছে ভারি ধাতব ক্যাবল লক পাওয়া গেছে। এটি ব্যবহার করেই তিনি অন্যদের ওপর আক্রমণ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।