প্রশ্ন হলো, সত্য কোনটি?: রবি শাস্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৯, শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৯ পৌষ ১৪২৮
রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেটে সম্প্রতি আলোচনার ঝড় তোলে বিরাট কোহলির ওয়ানডে নেতৃত্ব হারানো এবং সেটির প্রক্রিয়া। বিষয়টি নিয়ে কোহলি ও বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির মধ্যে দূরত্ব বাড়ছে, সম্পর্ক খারাপের দিকেই যাচ্ছে প্রতিনিয়ত।

সৌরভ গাঙ্গুলি বলছেন, বিরাট কোহলির সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপের পরই তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে কোহলির দাবি, এ বিষয়ে তার সঙ্গে সৌরভ কোনো যোগাযোগ করেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার মাত্র ঘণ্টা দেড়েক আগে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর খবর জানানো হয়।

প্রশ্ন উঠেছে, মিথ্যার আশ্রয় কে নিয়েছেন, সৌরভ নাকি কোহলি? এই নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে তোলপাড়।

আর সেই সত্যটাই জানতে চান ভারত দলের সদ্য বিদায়ী কোচ রবি শাস্ত্রী।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘এ ঘটনায় দুই পক্ষের যোগাযোগের ঘাটতিই এখানে ফুটে উঠেছে প্রবলভাবে। এখানে প্রশ্ন এটা নয় যে, মিথ্যা কে বলছে। প্রশ্ন হলো, সত্য কোনটি? সত্যাটা জানা প্রয়োজন এবং সেটা আসতে পারে কেবল আলোচনা ও যোগাযোগের মাধ্যমেই। অন্য কোনোভাবে নয়। কোহলি তার নিজের দিকটা তুলে ধরেছে। এখন বোর্ড সভাপতির (সৌরভ গাঙ্গুলি) উচিত তার দিকটা তুলে ধরা কিংবা যা হয়েছে, সেটি নিয়ে পরিষ্কার ধারণা দেওয়া। ব্যস, এটুকুই চাই।’

এরপর ইঙ্গিতে সৌরভকেই দায়ী করলেন সাবেক কোচ। বললেন, ‘আমি এই সিস্টেমের অংশ অনেক বছর ধরে, এই দলের অংশ ছিলাম ৭ বছর। জনসম্মুখে মুখ খোলার চেয়ে নিজেদের মধ্যে যোগাযোগ ভালো রেখে এসব আরও অনেক অনেক ভালোভাবে সামলানো যায়।স্বচ্ছতা প্রয়োজন। দুই পাশ থেকেই কথা বলা প্রয়োজন, এক পাশ থেকে নয়।’

Share This Article