রোহিঙ্গা ক্যাম্পে নিজস্ব মুদ্রা: রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ !

নিজস্ব প্রতিবেদক: একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরে মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরসা রোহিঙ্গা ক্যাম্পে তাদের নিজস্ব মুদ্রা ছড়িয়ে দেয়ার বিষয়টি উদ্বেগজনক। ২৩ ডিসেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পে নিজস্ব মুদ্রা রাষ্ট্রের জন্য হুমকি। ক্যাম্পে আরসার নতুন মুদ্রা দিয়ে লেনদেন শুরু হওয়া কোন শুভ লক্ষন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুদ্রার প্রচারণা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ছাড়া অন্য কিছুই নয়।
বিবৃতি আরো বলা হয়, সবার অনুধাবন করা উচিত আফগানিস্তান কিংবা পাকিস্তানে উগ্রবাদের উত্থান যেমন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, তেমনি রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তের নিরাপত্তাহীনতা, জঙ্গি সংগঠন আরসা’র কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তাদের নিজস্ব মুদ্রা ছেড়ে দেয়া শুধু বাংলাদেশ নয়-গোটা দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে।
একটি জঙ্গি সংগঠন কেন মুদ্রা প্রচলন করল? একই সাথে মুদ্রা প্রচলনের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।
ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বিবৃতিতে স্বাক্ষর করেন।