নৌকার বিরোধীতা করায় অব্যাহতি পেলেন যারা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫০, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

বগুড়ার আদমদীঘিতে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই এলাহী কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাঁচ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগকে সুপারিশ করা হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কুন্দুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসএম বেলাল হোসেন, নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উজ্জল হোসেন, চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মাস্টার ও আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন।

অব্যাহতি পাওয়া সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, অব্যাহতির বিষয়টি আমাকে জানানো হয়নি। দলীয় পদের চেয়ে জনগণের শক্তি বড় শক্তি।

কুন্দগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এসএম বেলাল হোসেন বলেন, চিঠি হাতে পাইনি, তবে অব্যাহতির বিষয়টি শুনেছি। জনগণ আমাকে ভালোবাসে এজন্য গত নির্বাচনেও আমি স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলাম।

জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু জানান, গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ তাদের অব্যাহতি দিয়ে সুপারিশ করেছে। ভবিষ্যতে তারা যেন দলীয় কোনো পদ না পান সেটি খেয়াল রাখা হবে।

 

Share This Article


আ.লীগের ত্রাণবিষয়ক উপ-কমিটির পানি ও খাবার স্যালাইন বিতরণ

বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভা

হিট স্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা বলতে হবে: ওবায়দুল কাদের

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপির ৫ নেতা বহিষ্কার

নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগের সিদ্ধান্তকে সমর্থন বিএনপি নেতা মঈন খানের!

পাঁচ মাস পর জামিনে কারামুক্ত বিএনপি নেতা হাবিব

বিএনপির নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে: ওবায়দুল কাদের

বিএনপি পথহারা পথিক: ওবায়দুল কাদের

নাশকতার মামলায় বিএনপির দুই নেতা কারাগারে