নৌকার বিরোধীতা করায় অব্যাহতি পেলেন যারা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫০, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

বগুড়ার আদমদীঘিতে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই এলাহী কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাঁচ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগকে সুপারিশ করা হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কুন্দুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসএম বেলাল হোসেন, নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উজ্জল হোসেন, চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মাস্টার ও আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন।

অব্যাহতি পাওয়া সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, অব্যাহতির বিষয়টি আমাকে জানানো হয়নি। দলীয় পদের চেয়ে জনগণের শক্তি বড় শক্তি।

কুন্দগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এসএম বেলাল হোসেন বলেন, চিঠি হাতে পাইনি, তবে অব্যাহতির বিষয়টি শুনেছি। জনগণ আমাকে ভালোবাসে এজন্য গত নির্বাচনেও আমি স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলাম।

জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু জানান, গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ তাদের অব্যাহতি দিয়ে সুপারিশ করেছে। ভবিষ্যতে তারা যেন দলীয় কোনো পদ না পান সেটি খেয়াল রাখা হবে।

 

Share This Article


বল বিএনপির মাঠে: নির্বাচনকে ছাপিয়ে খালেদা ইস্যুতে ব্যস্ত বিএনপি!

আন্দোলনে ছাত্রদলের ভূমিকা প্রত্যাশাপূর্ণ নয় : আমীর খসরু

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়: দীপু মনি

তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন : ফখরুল

৪ মার্চ থানায়-থানায় পদযাত্রা করবে বিএনপি

বিএনপির নতুন কর্মসূচি আসছে

মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা মন্ত্রী-এমপি হবে: ওবায়দুল কাদের

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

বর্ণচোরা বিএনপির শ্রদ্ধা জানানোর জায়গা শহীদ মিনার নয় : নৌ প্রতিমন্ত্রী

রাষ্ট্র সংস্কারে বিএনপির ২৭ দফা, হিতে বিপরীতের আশঙ্কা !

এ বছর হচ্ছে পরিবর্তনের বছর: দুদু

জনগণের নিরাপত্তার জন্য আ.লীগ কর্মসূচি দিচ্ছে : ওবায়দুল কাদের