দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিলেন একই বাড়ির দুই গৃহবধু !

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৬, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮
 রাজমিস্ত্রি সুভাষ ও শেখরসহ দুই গৃহবধুকে আটক করে পুলিশ
রাজমিস্ত্রি সুভাষ ও শেখরসহ দুই গৃহবধুকে আটক করে পুলিশ

পশ্চিমবঙ্গের বালির নিশ্চিন্দায় কর্মকার পরিবারের বাড়ি নির্মানে কাজ করেছিলেন দুই রাজমিস্ত্রি সুভাষ ও শেখর। নির্মাণকাজ চলার সময় বাড়ির দুই বউ অনন্যা কর্মকার ও রিয়া কর্মকারের সঙ্গে প্রনয়ের সম্পর্ক শুরু হয় তাদের। 

 

গত ১৫ ডিসেম্বর দুই বউ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সঙ্গে ছিল রিয়ার ৭ বছরের ছেলে আয়ুষ। 

তারপর পরিবারের সদস্যরা খোঁজ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ অনন্যা কর্মকারের মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে সুভাষের নম্বর পায়। 

এরপর সুতিতে সুভাষের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৬ ডিসেম্বর মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, দুই রাজমিস্ত্রির সঙ্গে মুম্বাই পালিয়েছিলেন তারা। কিন্তু হাতে পর্যাপ্ত টাকা না থাকায় সেখানে গিয়ে অর্থকষ্টে পড়েন। পুলিশের কাছে খবর ছিল মুম্বাই থেকে এ রাজ্যে ফিরছেন তারা। সেই মতো পুলিশ অপেক্ষা করছিল আসানসোল স্টেশনে। 

বুধবার ভোরে দুই বধূ এবং তাদের প্রেমিকরা নামতেই তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের ফিরিয়ে এনেছেন নিশ্চিন্দা থানার পুলিশ।

Share This Article