প্রেমিক চুমু না দেয়ায় পুলিশের কাছে অভিযোগ করেছেন এক নারী !
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:২৫, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে পুলিশের কাছে ব্যতিক্রমী অভিযোগ করেছেন এক নারী। তার প্রেমিক তাকে চুমু দেয়নি, এমন অভিযোগ করেছেন প্রেমিকের বিরুদ্ধে।
কৌতুহন উদ্রেককারী এই র্প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রেমিক কেন চুম্বন করছেন না বলেরীতিমতো হতাশায় ভুগছিলেন ওই প্রেমিকা। ক্রমে তা সহ্যের সীমা অতিক্রম করে। তাই প্রেমিককে শায়েস্তা করতে তিনি ৯৯৯-এ ফোন করেন।
অভিযোগ শুনে বিস্মিত পুলিশ। ওই তরুণীকে তারা বলেন- প্রেমিক কেন চুম্বন করছে না এই অভিযোগও জানাতে হবে? এটা সত্যিই অযৌক্তিক!
পুলিশ জানায়, এখন বড় দিনের সময়। আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়। বলতে গেলে বছরের সবচেয়ে ব্যস্ত সময়ের একটি। গত বছর ২০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আমরা গড়ে ২৬৫টি ফোন পেয়েছি। এমন ব্যস্ত সময়ে প্রেমিক কেন চুম্বন করছে না এই অভিযোগ পুরোই অযৌক্তিক।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ