অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক সাইফুলের যাবজ্জীবন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৯, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮

রগুনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

রগুনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা দাখিল মাদ্রাসার শারীরিক শিক্ষক।

মামলায় অপর অভিযুক্ত সাইফুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আশ্রাফুল আলম। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মামুন মোল্লা ও অলিউর রহমান (সবুজ)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সাহেবের হাওলা দাখিল মাদ্রাসায় শারীরিক বিষয়ক শিক্ষক সাইফুর রহমান অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আসামি ঘটনার পরে পালিয়ে যাওয়ার সময় ওইদিন রাতে র‍্যাব-৮ সদস্যরা বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে নিম্ন আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিকে জেল হাজতে পাঠানো হয়। আজ আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

Share This Article


১৭ বছর ধরে মেডিকেলের প্রশ্নফাঁস করে আসছে চক্রটি

‘পাহাড়ের চূড়ায় জমি কিনে আস্তানা করেছে ইমাম মাহমুদের কাফেলা’

হেরোইন বিক্রির টাকায় আঙুল ফুলে কলাগাছ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্ত্রীর স্বীকৃতি না দিয়ে নবজাতককে বিক্রি

পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের ফাঁদ থেকে যেভাবে ফিরে এলেন ৪ তরুণ

অর্থপাচার মামলায় জি কে শামীমের ১০ বছর কারাদণ্ড

২৭ লাখ টাকা ফেরত দিয়ে রক্ষা পেলেন জমির উদ্দিন

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক আসামি জারিফ গ্রেপ্তার

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজধানীতে পুলিশ সদস্য হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার