অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক সাইফুলের যাবজ্জীবন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৯, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮

রগুনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

রগুনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা দাখিল মাদ্রাসার শারীরিক শিক্ষক।

মামলায় অপর অভিযুক্ত সাইফুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আশ্রাফুল আলম। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মামুন মোল্লা ও অলিউর রহমান (সবুজ)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সাহেবের হাওলা দাখিল মাদ্রাসায় শারীরিক বিষয়ক শিক্ষক সাইফুর রহমান অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আসামি ঘটনার পরে পালিয়ে যাওয়ার সময় ওইদিন রাতে র‍্যাব-৮ সদস্যরা বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে নিম্ন আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিকে জেল হাজতে পাঠানো হয়। আজ আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

Share This Article


ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে দলনেতাসহ 'কিশোর গ্যাং'র ৩৭ সদস্য গ্রেপ্তার

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় ঢাবি শিক্ষার্থী আটক

খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

রোহিঙ্গা থেকে বাংলাদেশি হতে খরচ ত্রিশ হাজার টাকা

বিপুল দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরের ৩৯ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

‘দুবাইয়ের পণ্য’ তৈরি হচ্ছে মুন্সীগঞ্জে, বিক্রি সারাদেশে

অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হলেও গ্রেফতারে পিছপা হয়নি প্রশাসন

চায়ের দোকানে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা