অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক সাইফুলের যাবজ্জীবন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৯, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮

রগুনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

রগুনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা দাখিল মাদ্রাসার শারীরিক শিক্ষক।

মামলায় অপর অভিযুক্ত সাইফুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আশ্রাফুল আলম। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মামুন মোল্লা ও অলিউর রহমান (সবুজ)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সাহেবের হাওলা দাখিল মাদ্রাসায় শারীরিক বিষয়ক শিক্ষক সাইফুর রহমান অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আসামি ঘটনার পরে পালিয়ে যাওয়ার সময় ওইদিন রাতে র‍্যাব-৮ সদস্যরা বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে নিম্ন আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিকে জেল হাজতে পাঠানো হয়। আজ আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

Share This Article


টাঙ্গাইলে হাসপাতালে নারীসহ ছয় দালালের কারাদণ্ড

ইজতেমার যাত্রীদের সঙ্গে ইয়াবা নিয়ে আসেন তিনি

মেক্সিকোতে মাদক সম্রাটের ছেলেকে গ্রেপ্তার, সেনাসহ নিহত ২৯

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৫

বুয়েটছাত্র ফারদিন হত্যা মামলায় বুশরার জামিন শুনানি আজ

ছদ্মবেশে ৮ বছর আত্মগোপনে, হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেফতার

বিশ্বজিৎ হত্যা সাজাপ্রাপ্ত আরেক আসামি গ্রেফতার

মৌসুমীর বাসা থেকে ১৫ ভরি স্বর্ণলঙ্কার লুট

বাবা-মার সঙ্গে ঝগড়া করে ঘর পুড়িয়ে দিল মাদকাসক্ত ছেলে

আয়াতকে ৬ টুকরা করে হত্যা: আবির ফের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ডিজিটাল প্রতারণা : ৯৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি