বাংলাদেশ দলের ক্রিকেটাররা করোনা নেগেটিভ,কাল থেকে অনুশীলন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৯, সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৫ পৌষ ১৪২৮

নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়দের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে, স্পিন বোলিং রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ আছে। খেলোড়দের করোনা নেগেটিভ হওয়ায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে টাইগারদের অনুশীলনের অনুমতি মিলেছে। নিউজিল্যান্ড থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ সুখবর জানিয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে সুজন বলেন, গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান (কোয়ারেন্টাইন) থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।

সুজন আরও বলেন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি বে ওভালে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Share This Article