যে ছয় দল নিয়ে হবে এবারের বিপিএল !

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৬, রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৪ পৌষ ১৪২৮
বিপিএলের নতুন আসরের ডামাডোল বাজতে শুরু করেছে
বিপিএলের নতুন আসরের ডামাডোল বাজতে শুরু করেছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নতুন আসরের ডামাডোল বাজতে শুরু করেছে। আগামী ২০ জানুয়ারী থেকে আসর শুরুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন অষ্টম আসরে ছয় দল নিয়ে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে দলগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।

ঢাকা গ্লাডিয়েটরস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সিক্সেস, ফরচুন বরিশাল, খুলনা রয়্যালস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই ছয় দল থাকছে আসন্ন আসরে।

লোটাস কামাল গ্রুপের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও আখতার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানায় কোনো পরিবর্তন হয়নি।

তবে ঢাকার আগের মালিকানায় থাকা বেক্সিমকো আগ্রহ না থাকায় আসন্ন আসরে ঢাকার দায়িত্ব পাচ্ছে রূপা ও মার্ন গ্রুপ। 

আর সিলেট পাচ্ছে প্রগতি গ্রুপ। ফরচুন গ্রুপের কাছে যাচ্ছে বরিশাল ও মাইন্ড ট্রি গ্রুপের কাছে যাচ্ছে খুলনার প্রতিনিধিত্ব।

আগামী ২৭ ডিসেম্বর জমজমাট এই প্রতিযোগিতার প্লেয়ার ড্রাফট চূড়ান্ত হবে।

Share This Article