রাস্তার কুকুরদের খাবার দেয়ায় ৮ লাখ রুপি জরিমানা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১০, শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩ পৌষ ১৪২৮
রাস্তার কুকুরদের খাবার দেয়ায় ৮ লাখ রুপি জরিমানা
রাস্তার কুকুরদের খাবার দেয়ায় ৮ লাখ রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: অনেকেই কুকুরদের পোষ মানাতে রাস্তায় কুকুরকে খাওয়ানোর ব্যবস্থা করে থাকে। প্রাণী ভক্তদের মধ্যে প্রায়ই এমন দৃশ্য দেখা যায়।

কিন্তু এর জন্য শাস্তি  দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। শুনতে অবাক লাগলেও তেমনই এক ঘটনা ঘটলো ভারতের নভি মুম্বাইয়ে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, রাস্তার কুকুরকে খাবার খাওয়ানোর অপরাধে এক নারীর জরিমানা গুনতে হয়েছে ৮ লাখ রুপি। আবাসিক একালার চত্বরে রাস্তার কুকুর ডেকে আনায় এই জরিমানা গুনতে হলো ওই নারীকে।

লীলা বর্মা নামে আবাসনের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, আবাসনের ভেতরে কুকুর ঘুরে বেড়ায়। সেই কুকুরগুলোকে আবাসনের অনেক বাসিন্দাই খেতে দেন। তাদের খেতে দেওয়ার বিষয়টি অনেক দিন ধরেই লক্ষ করছিলেন আবাসনের নিরাপত্তারক্ষী। 

কারা কুকুরগুলোকে খেতে দিচ্ছে, তাদের নামও নথিভুক্ত করে রেখেছিলেন। তারপর সেই নামগুলো ম্যানেজমেন্ট কমিটির হাতে তুলে দেন তিনি। তারপরই জরিমানা করা হয় ওই ব্যক্তিদের। 

ভারতে এমন জরিমানা গুণতে হলেও পশ্চিমাদের মধ্যে কুকুর পোষার প্রবণতা ব্যাপক রয়েছে। প্রায় পশ্চিমা সবাই কুকুর পোষে থাকে।

Share This Article