পাহাড়ে সন্তু গ্রুপের সশস্ত্র এরিয়া কমান্ডারকে গুলি করে হত্যা

ঘরে ঢুকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র এরিয়া কমান্ডার আবিষ্কার চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে শহরের বন্ধুকভাঙ্গা ইউনিয়নে কিচিং আদম এলাকায় এ ঘটনা ঘটে।তবে এ ঘটনার বিষয়ে কথা বলতে নারাজ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নে বন্দুক ভাঙ্গা এলাকায় নিজ ঘরে অবস্থান করছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ইউনিট কমান্ডার আবিষ্কার চাকমা। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের ১০/১২জনের একটি গ্রুপ তার বাড়ি ঘেরাও করে। পরে আবিষ্কার চাকমাকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার সাথে সাথে আবিষ্কার চাকমাকে লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।
সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় তিনি। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।