যেকারণে মেজাজ হারালেন কোহলি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৮, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮

সম্প্রতি খবর রটে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম নিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। 

সংবাদমাধ্যমের এমন মিথ্যা খবরে মেজাজ হারান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের জন্য আমাকে পাওয়া যাবে। বিশ্রামের বিষয়ে বোর্ডের সঙ্গে কোনো কথাই হয়নি। যারা এরকম লিখছেন, তাদেরকেই বরং এ প্রশ্ন করা উচিত, আমাকে নয়। এগুলো সর্বৈব মিথ্যা। বোর্ডকে আমি বিশ্রাম নেওয়ার কথা জানাইনি।

হ্যামস্ট্রিংয়ে চোটে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। তারপরই খবর রটে যায়, কোহলিও নাকি ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াতে পারেন। 

১১ জানুয়ারি বিরাট কোহলির কন্যা ভামিকা এক বছরে পা দিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শেষ হচ্ছে ১৫ জানুয়ারি। ১৯ তারিখ থেকে একদিনের সিরিজ শুরু। ওয়ানডে সিরিজ শুরুর আগে স্ত্রী অনুশকা এবং কন্যা ভামিকাকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছেন কোহলি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এ খবরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে কোহলি বলেন, বাইরে অনেক কিছুই ঘটে, তা মোটেই ঠিকঠাক নয়। অনেকের কাছে এটা প্রত্যাশার বাইরে। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী, নিজেদের কর্তব্য পালন করি। আমি মানসিকভাবে প্রস্তুত।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে আমরা বদ্ধপরিকর। আমরা অতীতে এমনটা করিনি। সেই ইতিহাস যাতে পাল্টানো যায়, সেজন্য নিজেদের সেরাটা দেব।

বিষয়ঃ তারকা

Share This Article

শীঘ্রই মূল্যস্ফীতি কমবে, বাড়বে জিডিপি!

কমিউনিটি ক্লিনিক: শেখ হাসিনার প্রশংসায় বিশ্বনেতারা

বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে জাতিসংঘে শেখ হাসিনার পাঁচ প্রস্তাব

জাতিসংঘে অনুষ্ঠিত সাইডলাইন কনফারেন্সে প্রশংসিত বাংলাদেশ

ভিসানীতি কার্যকরের অন্যতম উদ্দেশ্য হলো সহিংসতা কমানো: ডোনাল্ড লু

জাতিসংঘে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা জনগণ হতাশায় ভুগছে: ওআইসিকে মোমেন

ব্যয় বৃদ্ধি ছাড়াই সম্পন্ন হলো থার্ড টার্মিনাল

ডেঙ্গু চিকিৎসায় ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন