বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক জরুরি : রামনাথকে শেখ হাসিনা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০০, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮
শেখ হাসিনা ও রামনাথ কোবিন্দ
শেখ হাসিনা ও রামনাথ কোবিন্দ

বুধবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার। এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এসব জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী শান্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়। তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি।তার এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে আগেই জানিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান কোবিন্দ।বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

Share This Article


বিএনপিকে ঘেরাও দিয়ে শিক্ষা দেবো

প্রধান সড়কে বিএনপির সমাবেশ, যানজটে দুর্বিষহ জীবন

আগামী কয়েক দিন খুব গুরুত্বপূর্ণ : ফখরুল

বিএনপি গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে : নাছিম

প্রয়োজন হলে রাজপথেও থাকবো: কৃষিমন্ত্রী

বিএনপি-জামায়াত অতীতেও ব্যর্থ, আগামীতেও হবে: মেয়র লিটন

বিএনপির স্বপ্নের বেলুন চুপসে যাবে: ওবায়দুল কাদের

সাউন্ড গ্রেনেড ক্রয় নিয়ে অপপ্রচার !

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বিএনপিকে আওয়ামী লীগের ৩৬ দিনের আলটিমেটাম

‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’

পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যর্থ?