বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কণ্ঠশিল্পীদের ভিন্নধর্মী আয়োজন!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৪, বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮

বিনোদন প্রতিবেদক : বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। নাম ‘পঞ্চাশে আমরা’। মজার বিষয় হচ্ছে, অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার পাশাপাশি গান করেন এমন ৫০ জন শিল্পী। যাদের প্রত্যেকের বয়স আজ পঞ্চাশের কোঠায়। 

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। নাম ‘পঞ্চাশে আমরা’। মজার বিষয় হচ্ছে, অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার পাশাপাশি গান করেন এমন ৫০ জন শিল্পী। যাদের প্রত্যেকের বয়স আজ পঞ্চাশের কোঠায়। প্রচণ্ড আবেগ-উচ্ছ্বাস, উদ্দীপনা আর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণ করেছেন শিল্পীরা।

ব্যতিক্রমী ১০ মিনিটের এই অনুষ্ঠানটিতে একটি গান এবং মুক্তিযুদ্ধভিত্তিক কিছু বক্তব্য উঠে এসেছে। ঢাকা, সাভার, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি লোকেশনে অনুষ্ঠানটির শুটিং করা হয়। গান-আড্ডা’র আয়োজনে ‘পঞ্চাশে আমরা’ পরিচালনা করেন মইনুল আলম রুমন। পরিকল্পনা ও সংগীত পরিচালনায় জামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি বিজয় দিবসের অনুষ্ঠানমালায় বেশ ক’টি চ্যানেলে প্রচার করা হবে।

Share This Article