ডিজিটাল ডিভাইস রপ্তানি: আয় হবে ৫ বিলিয়ন ডলার!

১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদস্যপদ লাভের মাধ্যমে বাংলাদেশে তথ্য প্রযুক্তির যাত্রা শুরু।
১৯৭৫ সালের ১৪ জুন মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিতকায় তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে আজ রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন এসেছে তথ্যপ্রযুক্তি খাতে।
গত এক যুগে সরকারী ও বেসরকারী তিনশ’রও বেশি সেবা দিয়ে যাচ্ছে সারাদেশের ৮ হাজার ২৮০ ডিজিটাল সেন্টার। মোবাইল উৎপাদন ও সফটওয়্যার রফতানির ক্লাবে এখন গর্বিত অংশীদার বাংলাদেশ।
প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সারের আউটসোর্সিং খাতের কল্যাণে এখন ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ। ইতোমধ্যে ফাইভ-জি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।
আইটি খাতে আগামী পাঁচ বছরে নতুন করে ১০ লাখ কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তথ্যপ্রযুক্তি খাতে দেশে তৈরি ডিজিটাল ডিভাইসের রফতানি আয় বর্তমানের প্রায় এক বিলিয়ন ডলার থেকে ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।