সারা দেশে আজ ও কাল বিক্ষোভ করবে ছাত্রদল
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ০৯:৫২, শনিবার, ২৮ মে, ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত মঙ্গলবার এবং সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গত বৃহস্পতিবার ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল।
আজ শনিবার ও আগামীকাল রবিবার এই বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
কর্মসূচির মধ্যে রয়েছে- আজ শনিবার দেশের সব জেলা ও মহানগরে এবং আগামীকাল রবিবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভা ও কলেজে বিক্ষোভ মিছিল।
কর্মসূচি সফল করতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।