ক্যানসারের ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে বিশ্ব

মরণব্যাধি ক্যানসার নির্মূলে বহুদিন ধরে ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টার পর অবশেষে সাফল্যের দ্বারপ্রান্তে চিকিৎসা বিজ্ঞানীরা।
‘ভ্যাকসিনিয়া’নামে একটি ভাইরাস টিকা পশুদের ওপর ট্রায়ালে ইতিবাচক ফল লাভের পর প্রথমবারের মতো মানবদেহে ট্রায়াল শুরু করেছেন বিজ্ঞানীরা।
জানা গেছে, আমেরিকাজুড়ে ১০০ জন ক্যানসার রোগীর ওপর ট্রায়াল করা হচ্ছে। এই ট্রায়াল শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে।
এই বিশেষ টিকা ক্যানসার আক্রান্ত কোষগুলোকে ধরে ধরে মারতে সক্ষম। ফলে ক্যানসার আর ছড়াতে পারে না।
ভাইরাস টিকাটি ক্যানসার আক্রান্ত কোষদের মারলেও আশপাশের সুস্থ কোষের কোনো ক্ষতি করে না।
অস্ট্রেলিয়ার ক্যানসার গবেষণা সংস্থা ইমুজিন লিমিটেড বিশেষ এই ভাইরাস টিকাটি তৈরি করেছে।
এই টিকা ক্যানসারের বিরুদ্ধে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও সাহায্য করবে বলে জানায় সংস্থাটি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা নিয়ে গত দুই বছর ধরে কাজ চলছে। অন্য প্রাণীদের ওপর প্রয়োগ করে সফলতার পর এবার মানুষের ওপরেও প্রয়োগ করা হচ্ছে।
এটি মানবদেহে ঠিকমতো কাজ করলে অন্যান্য সাধারণ রোগের মতো মরণব্যাধি ক্যানসারও সহজে রোধ করা যাবে বলেও জানান বিজ্ঞানীরা।