দেশের প্রথম প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ট্যাবলেট ‘রেলুপ্রোস’!

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে প্রথমবারের মতো প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ট্যাবলেট আবিস্কার করা হয়েছে। রেনাটা লিমিটেড 'রেলুপ্রোস ১২০মিলিগ্রাম ট্যাবলেট' নামে বাজারজাত করছে ওষুধটি।
রেলুপ্রোস (রেলুগোলিক্স) অধিক কার্যকরী, দৈনিক একবার সেব্য। রেনাটা লিমিটেড প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
‘রেলুগোলিক্স’ আবিস্কারের আগে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্তদের অ্যান্ড্রোজেন ডেপ্রিভেশন থেরাপি দেয়া হতো। এখন ট্যাবলেট আবিস্কৃত হওয়ায় তার আর প্রয়োজন নেই।
বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়, বিশ্বে বার্ষিক ১৪,০০,০০০-এর বেশি পুরুষ এই রোগে আক্রান্ত হয় এবং ৩৭৫,০০০-এরও বেশি মৃত্যু ঘটে।
উল্লেখ্য, রেলুগোলিক্স হল প্রথম মুখে খাবার গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন রিসেপ্টর এন্টাগোনিস্ট, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ১৮ ডিসেম্বর, ২০২০-এ অনুমোদিত হয়।