দশ মাসেই কৃষিপণ্য রপ্তানি আয়ের রেকর্ড!

গত অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি আয় মাইলফলক ছুঁয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে ১০২ কোটি ৮১ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়।
এবার দশ মাসেই সেই মাইলফলক ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১০৪ কোটি ১৪ লাখ ডলার, যা টাকার হিসেবে ৯ হাজার কোটির বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, এ রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৮২ কোটি ৪৫ লাখ ডলার।
রপ্তানিকৃত কৃষিপণ্যের মধ্যে রয়েছে- রুটি, বিস্কুট ও চানাচুর জাতীয় শুকনা খাবার, ভোজ্যতেল ও সমজাতীয় পণ্য, ফলের রস, বিভিন্ন ধরনের মসলা, পানীয় এবং জ্যাম-জেলির মতো বিভিন্ন সুগার কনফেকশনারি।
এর বাইরে চা, শাকসবজি এবং ফলমূলও রপ্তানি হচ্ছে। অপ্রচলিত পণ্য হিসেবে পান-শুপারিসহ অন্যান্য পণ্যও রপ্তানি করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
উল্ল্যেখ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে বর্তমানে ২০ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে সরকার।