বিধ্বংসী ইয়র্কারে স্বরুপে ফিজ, তেড়ে আসছে ‘উমরান ঝড়’

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৭, শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১৬ বৈশাখ ১৪২৮

আইপিএলের চলতি আসরে বল হাতে আগুন ঝরাচ্ছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও ভারতের কাশ্মিরী সেনশেসনের পেসার উমরান মালিক।

আগের দুই ম্যাচে একটি করে উইকেট নিয়ে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ছিলেন বেশ খরুচে। গতকাল দুই দিকেই উন্নতি দেখালেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তিনি দেখালেন আগুনে বোলিং।
 

৪ ওভারে শিকার করেছেন ৩ উইকেট। ৪.৫০ ইকোনমি রেটে রান দিয়েছেন মাত্র ১৮। বাউন্ডারির মধ্যে দুটি চার হজম করেছেন। ডট দিয়েছেন ১৪টি। আর ম্যাচটা ৪ উইকেটে জিতেছে দিল্লি।

এদিকে ঘন্টায় দেড়শো কিলোমিটার বেগে ছুটছেন উমরান মালিক। কাশ্মিরী বালকের পেসে রীতিমতো ঝড় বইছে আইপিএলে। বিশ্বক্রিকেটেও আগামীতে তেড়ে আসতে পাড়ে এই ঝড়। ভারতের এই নতুন স্পিড স্টার যেভাবে এগোচ্ছেন তা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানতে চলেছে।

গল্পটা আমাদের চারপাশের অনেকের মতোই। পড়ালেখা মন নেই, এ পাড়া ও পাড়ায় টেনিস টুর্নামেন্ট খেলে বেড়ান। হাতে কিছু পয়সাও থাকে। এভাবেই বেশ চলছিল তার। বাবার ফলের দোকানে মাঝে মধ্যে বসলেও হিসাবে মন নেই। সুযোগ পেলেই দোকানে কাউকে বসিয়ে চলে যান খেলতে।

Share This Article