স্টোকসকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ঘোষণা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১০, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১৫ বৈশাখ ১৪২৮

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পেস অলরাউন্ডার বেন স্টোকসকে।

ইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক রব কি তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকলেও জো রুটের নেতৃত্ব ইংল্যান্ড একের পর এক টেস্টে ব্যর্থ হচ্ছিল। সেজন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার। তার উত্তরসূরী হলেন স্টোকস।

ইসিবি’র ডিরেক্টর রব কি বলেছেন, ‘বেন স্টোকসকে টেস্ট অধিনায়ক হিসেবে প্রস্তাব করার ক্ষেত্রে আমার কোন দ্বিধা ছিল না। তার মানসিকতা ও এপ্রোচ ইংল্যান্ডকে লাল বলের ক্রিকেটে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি। নেতৃত্বের প্রস্তাবে বেন রাজি হওয়ায় আমি উচ্ছ্বসিত।’

টেস্ট নেতৃত্ব নিয়ে স্টোকস বলেছেন, ‘ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব পেয়ে আমি সম্মানিত। এই গ্রীষ্মে দলকে নেতৃত্ব দেবে ভেবে ভালো লাগছে। ইংলিশ ক্রিকেটের জন্য যা কিছু করেছেন তার জন্য জো রুটকে ধন্যবাদ দেব। তিনি ড্রেসিংরুমে আমার নেতৃত্বগুণ তৈরি হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন।’

জো রুটের নেতৃত্ব সর্বশেষ ১৭ টেস্টে মাত্র একটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। সেটাই তাকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছে। এর আগে জো রুটের অনুপস্থিতিতে এক টেস্টে নেতৃত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার নেতৃত্ব নেওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন ইসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন।

Share This Article