ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে

গ্রেফতার পাঁচ জনই ঢাকা কলেজের শিক্ষার্থী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হেলমেট উদ্ধার করা হয়েছে।’
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডেলিভারিম্যান নাহিদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন হিসাব বিজ্ঞানের আব্দুল কাইয়ূম ও পলাশ, বাংলা বিভাগের ফয়সাল, ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম ও সমাজ বিজ্ঞানের ইরফান।
আসামিদের রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।