আন্দোলনের মাধ্যমে দ্রুতই সরকারের পতন ঘটাবো: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে। আন্দোলনের মাধ্যমে দ্রুতই তাদের পতন ঘটাবো।’
সিরাজগঞ্জের বেলকুচির তাঁত সমৃদ্ধ তামাই গ্রামে বুধবার দুপুরে ক্ষুদ্র-প্রান্তিক তাঁতি ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে কেন্দ্রীয় বিএনপি নেতা আমিরুল ইসলাম আলীমের ঈদ সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘অবৈধ সরকার করোনায় স্বাস্থ্য সেবার নামে রাষ্ট্র থেকে ২৩ হাজার কোটি লুট করেছে। গণতন্ত্র হত্যার পর তাঁত শিল্পকেও ধ্বংস করেছে এ সরকার। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন দাম বাড়িয়েছে।’
বেলকুচি উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে, তাই র্যাবে ওপর নিষেধাজ্ঞা ছাড়াতে ভারতের কাছে সহায়তা চাচ্ছে।’