জাতীয় দলের জন্য প্রস্তুত হচ্ছেন মৃত্যুঞ্জয়

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১৪ বৈশাখ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

বয়সভিত্তিক দলে আলো ছড়িয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের একজন। তবে টুর্নামেন্টটা শেষ করে আসতে পারেননি ইনজুরির কারণে। সেই চোটে দীর্ঘদিন ভুগেছেন মৃত্যুঞ্জয়। বল হাতে ফিরে বাংলাদেশ ক্রিকেট লিগে দাপুটে পারফরম্যান্স, নজর কেড়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামালকে চ্যাম্পিয়ন করতে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

 

ঘরোয়া আসরে এটিই মৃত্যুঞ্জয়ের প্রথম কোনো শিরোপা জয়। তৃপ্তির ঢেকুর তুলে এই তরুণ বললেন, ‘টুর্নামেন্টের শিরোপা জেতা এটা আমার ক্ষেত্রে প্রথম এবং এই দলের জন্যও প্রথম। সেই ক্ষেত্রে এটা অনেক বড় প্রাপ্তি।’

বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্স, হ্যাটট্রিক করে আলোচনার জন্ম দেন। এবার ডিপিএলেও বল হাতে ধারাবাহিক সাতক্ষীরার এই পেসার। ১৪ ম্যাচে ওভারপ্রতি পাঁচের নিচে রান দিয়ে নিয়েছেন ১৭ উইকেট। তার বোলিংয়ে বিশেষত্ব নিখুঁত লাইন-লেংথ, বাঁহাতি সুইংয়ে বল ভেতরে ঢোকানোর প্রতিভা তাকে আলাদা করেছে বাকিদের থেকে। তাইতো ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে এবার জাতীয় দলে চোখ মৃত্যুঞ্জয়ের।

জাতীয় দলে সুযোগ পেলে প্রতিযোগীয় যেন পিছিয়ে না পড়েন এজন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করছেন মৃত্যুঞ্জয়, ‘আমি একটা লক্ষ্য ঠিক করেছিলাম, বিপিএলের পর এই আসরেও ভালো করবো। তো যে রকম হলো তাতে পুরোপুরি ভাবে না পারলেও যতটুকু পেরেছি তাতে আমি খুব খুশি। লক্ষ্য আছে প্রতি আসরে নিজেকে টপ অব দ্য লিস্টে রাখা। কারণ আমি যদি জাতীয় দলে খেলতে চাই তাহলে আমাকে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে, প্রমাণ করে যেতে হবে। সেক্ষেত্রে আমার ওই জায়গাগুলোতে টিকে থাকা সহজ হবে।’

ডিপিএলে নিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে মৃত্যুঞ্জয় বলছিলেন, ‘আত্মতৃপ্তির তো শেষ নাই, আমার দুটো টুর্নামেন্টে ভালো গেছে। লক্ষ্য থাকবে প্রতি টুর্নামেন্টে যেন ভালো করি, যতক্ষণ না জাতীয় দলে ভালো করছি। আর জাতীয় দলের হয়ে খেললে লক্ষ্য থাকবে যেন ওখানেও ভাল করি।’

Share This Article