শাইখ সিরাজ পেলেন ডিজিটাল বাংলাদেশ পুরস্কার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৭, রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ২৭ অগ্রহায়ণ ১৪২৮

‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়ন’ ক্ষেত্রে অবদান রাখায় সাধারণ-ব্যক্তিগত-বেসরকারি ক্যাটেগরিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

কৃষি সম্প্রসারণের এমন সফল ডিজিটাল উদ্যোগ পৃথিবীতে বিরল। ডিজিটাল মাধ্যমে প্রচারের সুবাদে পৃথিবীর দেশে দেশে অবস্থানকারী প্রবাসী বাঙালিরা কৃষিতে মনোনিবেশ করেছেন। ছাদকৃষি অনুষ্ঠান দেখে প্রবাসীরা তাদের বাড়ির আঙিনায় মৌসুমী ফল-ফসল উৎপাদন করছেন। অন্যান্য জাতি গোষ্ঠিও বাঙালিদের দেখাদেখি কৃষিতে মনোনিবেশ করছেন। সামগ্রিক বিচারে এই সাফল্য বাংলাদেশের।

শাইখ সিরাজ ছাড়াও গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে।

পুরস্কার পেয়ে অভিব্যক্ত করে শাইখ সিরাজ বলেন: ইউটিউবে ৪৩ কোটি ঘণ্টার ওপর ভিউ, ফেসবুকে ৮২ লাখের মতো ফলোয়ার। এগুলো শুধু সংখ্যা নয়। আমার কাছে মানুষ যে উন্নয়নমূলক পজেটিভ ভিডিও দেখতে পছন্দ করে এবং বাংলার গ্রামীণ জীবন সম্পর্কে জানতে উদগ্রীব, তারই সাক্ষ্য বহন করে এই পরিসংখ্যান। চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সেভাবেই আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সাজাবো বলে বিশ্বাস করি।

তিনি বলেন: আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ তথ্য প্রযুক্তি বিভাগের সবাইকে। যারা এই পুরস্কার বাছাই প্রক্রিয়ায় থেকে নিরলস পরিশ্রম করেছেন এবং যারা আজ বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কারে ভূষিত হলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি প্রাপ্তিতে আমি এবং ‘শাইখ সিরাজ ডিজিটাল টিম’ দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি। এই উদ্দীপনা ও উৎসাহ আমাকে আরো বিভিন্নমুখী ও ভিন্নধর্মী ডিজিটাল কর্মকাণ্ডে তৎপর করে তুলবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Share This Article

সফলভাবে দেশে এলো রূপপুরের জন্য ইউরেনিয়াম

সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রেই আছেন, গুজব প্রসঙ্গে আরাফাত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

বিশ্বের সবচেয়ে বড় খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প:ঝুপড়ি থেকে ফ্ল্যাট বাড়ির মালিক হবে সাড়ে চার হাজার পরিবার!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

বাংলাদেশ সফর করবেন সৌদি যুবরাজ

প্রশংসা কুড়িয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প

সারা বিশ্বের কাছে শেখ হাসিনা প্রশংসিত : আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের তিক্ততা সৃষ্টির চেষ্টা করছে কিছু গোষ্ঠী: পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ