ব্রিটেনের কারাগারে স্ট্রোক করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগারে স্ট্রোক করেছেন। ২০১৯ সাল থেকে তিনি সেখানে আছেন। স্থানীয় সময় রবিবার ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরে এ ঘটনা ঘটে বলে জানান, উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের প্রেমিকা। এর আগেও অ্যাসাঞ্জ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
এছাড়া অ্যাসাঞ্জের ডান চোখের পাতা ঝুলে যাওয়া, স্মৃতির সমস্যা এবং স্নায়বিক ক্ষতির লক্ষণও দেখা গেছে বলে উইকিলিকসের এক টুইট বার্তায় বলা হয়েছে।
মায়ো ক্লিনিকের চিকিৎসকরা বলছেন, অ্যাসাঞ্জের মস্তিষ্ক, মেরুদণ্ড বা রেটিনায় রক্ত প্রবাহের বাধার কারণে এধরনের সমস্যা হচ্ছে। সঠিক চিকিৎসা না হলে অ্যাসাঞ্জের আরো গুরুতর সমস্যা হতে পারে।
লাখ লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ফাঁস করার মাধ্যমে ২০১০ সালের শেষের দিকে বিশ্বব্যাপী আলোচনায় আসেন অ্যাসাঞ্জ। ৪৩ বছর বয়সী এই অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে সুইডেনে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করে আসছেন।