বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাবা-ছেলের মৃত্যু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৮, রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ২৭ অগ্রহায়ণ ১৪২৮

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী দেওয়াপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৬৫) ও আব্দুস সালামের ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১টার দিকে বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম ও তার ছেলে ইব্রাহিম। পথে বেপরোয়া গতিতে আসা বিপরীতমুখী ঢাকাগামী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হবে বলেও জানান তিনি

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article