সবগুলো ক্রসফায়ারের পেছনে যথাযথ কারণ ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৫৪, শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সিস্টেম খুবই সুন্দর। কাজেই এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রসফায়ার বা ইচ্ছা করে গুলি করতে পারেন না। 

১১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। 

 

এ সময় তিনি বলেন, 'এই সবগুলো ঘটনার পেছনে যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে বিগত দিনে। এসব ঘটনা শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সব দেশেই চলছে ও চালু আছে।'

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা আমাকে দেখতে হবে। তারা কেন, কীভাবে, কী কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি না দেখে আমি পুরো মন্তব্য করতে পারবো না।'

তিনি আরও বলেন, 'আমি যতটুকু শুনেছি, এই নিষেধাজ্ঞাটি যে কারণে দিয়েছে…আমাদের দেশে সে ধরনের যতগুলো ঘটনা ঘটেছে, সবগুলোরই জুডিশিয়াল ইনকোয়ারি হয়। একজন ম্যাজিস্ট্রেট সেটি চেক করেন। যে অ্যাক্সিডেন্টটা হলো, এই অ্যাক্সিডেন্টের পেছনে কারণ কী যথাযথ ছিল, না গাফিলতি ছিল। আমরা যেখানে কোনো গাফিলতি পাই, সেখানে কিন্তু তার বিরুদ্ধে মামলা চালু হয়ে যায়। আর গাফিলতি না থাকলে সেখানেই ক্লোজ হয়।'

এ সময় কুমিল্লার একটি উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কুমিল্লার আরেকটি ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কুমিল্লায় ৮-৯ জন সন্ত্রাসী যেভাবে বন্দুক উঁচু করে গুলি করছিল, এদের কাছে যদি নিরাপত্তা বাহিনী গিয়ে বলে যে আসেন, এরা কি আসবে? 

এরা আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কাজেই, সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করে, তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে হয়তো অনেক সময় গুলি ছুড়ে থাকে। সেটা তার জন্য বৈধ ছিল, না যুক্তিসঙ্গত ছিল—সেটা নিয়ে তদন্ত হচ্ছে বলেও জানান তিনি। 

Share This Article


‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের আইনের আওতায় আনা হবে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি: আরেফিন সিদ্দিক

আন্দোলনকারীদের থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ