বাগেরহাটে ধরা পড়ল ১৫০ কেজির গোলপাতা মাছ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৬, শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮
বিরল গোলপাতা মাছ
বিরল গোলপাতা মাছ

বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন জেলেদের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ। মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস।

১১ ডিসেম্বর (শনিবার) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মাছটি নিয়ে আসে। এ সময় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে নিলামের মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন জাহিদ শেখ নামে এক ব্যবসায়ী।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি বাজারে এতো বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার করে মাছটি নিয়ে আসে। আমি এতো বড় গোলপাতা মাছ কখনো দেখিনি।

মাছ ব্যবসায়ী জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে এ মাছের সুনাম রয়েছে।

দেশের পত্রপত্রিকায় পদ্মা, মেঘনা ও যুমনায় প্রায় সময়ই বড় মাছ ধরার খবর প্রকাশ পায়। তবে এমন বিরল মাছের দেখা কমই মেলে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article