‘কালকের প্রতিমন্ত্রী আজ জিরো’

‘দেশের মানুষ ভালো আছেন বলেই এখন বিকালে-সন্ধ্যায় গ্রামের মোড়ে মিনি সংসদ বসে। সেখানে সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় ওঠে। মানুষ পক্ষে-বিপক্ষে কথা বলবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
ডেস্ক রিপোর্ট : ক্ষমতায় বসলে অনেকের মধ্যে অহঙ্কার ঢুকে পড়ে। তখন সবাইকে প্রজা মনে করেন। সীমা অতিক্রমকারীকে আল্লাহতায়ালা পছন্দ করেন না। সীমা অতিক্রম করেছেন বলেই কালকের প্রতিমন্ত্রী আজ জিরো বলে মন্তব্য করেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
১০ নভেম্বর জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন চেয়েছেন বলেই ১২ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। সবাই ভালো কাজ করতে পারেন না। সবাই শ্রমিকের পক্ষে, কৃষকের পক্ষে কাজ করতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ ভালো আছেন বলেই এখন বিকালে-সন্ধ্যায় গ্রামের মোড়ে মিনি সংসদ বসে। সেখানে সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় ওঠে। মানুষ পক্ষে-বিপক্ষে কথা বলবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’