বাংলামোটরে বহুতল ভবনে আগুন
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ১২:৩৮, শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮

ফাইল ফটো
রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলামোটরে ১০তলা ভবনের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।