ডা. মুরাদের কানাডায় পৌঁছানো নিয়ে ধোঁয়াশা!

বির্তকিত হয়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান ১০ ডিসেম্বর এমিরেটস বিমানযোগে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কিন্তু তিনি কানাডা গেছেন কিনা কিংবা কানাডা ইমিগ্রেশন পুলিশ তাকে সে দেশে ঢুকতে দিয়েছে কিনা, এটি নিয়ে ধোয়াঁশা তৈরি হয়েছে।
বির্তকিত হয়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান ১০ ডিসেম্বর এমিরেটস বিমানযোগে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কিন্তু তিনি কানাডা গেছেন কিনা কিংবা কানাডা ইমিগ্রেশন পুলিশ তাকে সে দেশে ঢুকতে দিয়েছে কিনা, এটি নিয়ে ধোয়াঁশা তৈরি হয়েছে।
ডা. মুরাদের অবস্থান সর্ম্পকে নিশ্চিত কিছু বলতে পারেনি কানাডায় বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত খলিলুর রহমান।
খলিলুর রহমান বলেন, মুরাদ হাসান কানাডা এদেশে কিনা বা ঢুকতে পেরেছেন কিনা বা ঢুকতে পারলে কোথায় আছেন এ বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই।
তিনি আরও বলেন, মুরাদ হাসানের কানাডা সফর সম্পর্কে বিভিন্ন খবর আমরা পত্রিকায় দেখেছি। একটি পত্রিকা বলছে তাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবার আরেকটি পত্রিকা বলছে তিনি মন্ট্রিলে আছেন।
কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও তথ্য দেয়নি উল্লেখ করে তিনি বলেন, কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে। অন্য কোনও কিছু হয়ে থাকলে (ঢুকতে বাধা দেওয়া হলে) আমাদের অবশ্যই জানানো হতো। কানাডায় বাংলাদেশি কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি।