মেসি জিততে চলছে সপ্তম ব্যালন ডি অর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৩, সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮
  • আজ দেয়া হবে ২০২০-২১ মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর
  • বাংলাদেশ সময় রাত দেড়টায় তুলে দেয়া হবে সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর
  • ২৪ নভেম্বর শেষ হয়ে গেছে ভোটাভুটির পর্ব
  • প্রতিযোগিতায় নাম রয়েছে তিনজনের
  • লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি এবং করিম বেনজেমা

স্পোর্টস ডেস্কঃ

দুইদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছিলেন, আর কিছু নয়, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ব্যালন ডি’অর জয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়া। কিন্তু আসলেই কী সম্ভব রোনালদোর এই ইচ্ছে পূরণ হওয়া? কারণ, আরও একটি ব্যালন ডি’অর যে আজ উঠতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনের মেসির হাতে!

৬টি ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ৫টি জিতেছেন রোনালদো। আজ দেয়া হবে ২০২০-২১ মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর। বাংলাদেশ সময় রাত দেড়টায় প্যারিসের আলো ঝলমলে থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে তুলে দেয়া হবে সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর।

২৪ নভেম্বর শেষ হয়ে গেছে ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণের ভোটাভুটির পর্ব। আজ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় রয়েছেন কেবল তিনজন। লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি এবং করিম বেনজেমা।

সুতরাং, মেসির আবারও ব্যালন ডি’অর জেতাটা প্রায় নিশ্চিতই বলা যায়। যদি তিনি এবার জিততে পারেন, তাহলে তা হবে সপ্তম ব্যালন ডি’অর। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবেন তিনি।

ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে থাকে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। তারা প্রথমে ৩০জন ফুটবলারকে বাছাই করে পুরস্কারের জন্য। এরপর ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ জন থেকে কমিয়ে তালিকাটা ছোট করে আনা হয় ৫জনে।

এরপর এই ৫জনের মধ্য থেকে সেরা ফুটবলার বাছাই করা হয় ৫০ জন বিশেষ সাংবাদিকের ভোটে। এ জায়গায় পয়েন্ট সিস্টেম রাখা হয়। ভোটাররা তাদের পছন্দের সেরা ফুটবলারকে নাম্বার দেবেন ৬, এরপর ৪, ৩, ২ এবং ১ করে। একইভাবে নারী ফুটবলার, সেরা উদীয়মান এবং সেরা গোলরক্ষক নির্বাচন করা হয়।

 

বিষয়ঃ তারকা

Share This Article