বনানীতে বেপরোয়া কার রেস: সিএনজি চালকসহ আহত ৫

রাজধানীর বনানীতে বিমানবন্দর সড়কে বেপরোয়া রেসিংকালে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি অটোরিকসা চালকসহ ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত বারোটার দিকে প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে আরেক গাড়ির সাথে রেসিংকালে এ দুর্ঘটনা ঘটায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মাদক ও যৌন উত্তেজক দ্রব্য উদ্ধার হয়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বনানী থানায় একজনকে সোপর্দ করে।
রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরের সামনে একটি দ্রুতগামী মার্সিডিজ একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ পাঁচ জন আহত হয়। রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রাইভেট কারটি বনানী এয়ারপোর্ট রোড থেকে বেপরোয়া গতিতে আরেক গাড়ির সাথে রেসিং করেছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নৌ সদর দপ্তরের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। তখন মার্সিডিজটি চালাচ্ছিল সেন্নাত জামান নামের এক তরুণ।
জানা গেছে, তার বাবা নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গার্মেন্টস শিল্প গ্রুপের মালিক। পালিয়ে যায় প্রতিযোগিতায় থাকা অন্য গাড়িটি। পরে তল্লাশি করে মার্সিডিজ গাড়িটি থেকে মাদক ও যৌন উত্তেজক দ্রব্য পাওয়া যায়।
বনানী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বলেন, গাড়ি দুইটি দ্রুত গতিতে পাশাপাশি আসছিল। এক পর্যায়ে সিএনজিতে লাগিয়ে দিলে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা একজনকে আটক করে বনানী থানায় সোপর্দ করেন।