কাতারে দাঙ্গা পুলিশ পাঠাচ্ছে তুরস্ক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৬, শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ২৫ অগ্রহায়ণ ১৪২৮
তুর্কি দাঙ্গা পুলিশ
তুর্কি দাঙ্গা পুলিশ

২০২২ বিশ্বকাপ উপলক্ষে কাতারে ৩ হাজার দাঙ্গা পুলিশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক।  এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে। এর পাশপাশি  ৪০ জন নিরাপত্তা উপদেষ্টা ও প্রশিক্ষিত কুকুরও পাঠানো হবে। 

ইতিমধ্যে এ ছাড়া তুরস্কে ও কাতারে দোহার নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, কাতারে বিশ্বকাপের নিরাপত্তার দ্বায়িত্ব দেয়া হয়েছে তুরস্ককে। ২০১৭ সাল থেকেই তারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিলো। এরপর এরদোয়ানের কাতার সফরে বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন চুক্তি সই হয়।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউরোপের বহু দেশ কাতারে নিরাপত্তা সংক্রান্ত সেবা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল। কিন্তু কাতার এ কাজের জন্য আমাদের বেছে নিয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ।’

Share This Article