তৈরি হচ্ছে বন্যা প্রতিরোধী ভাসমান শহর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৪, শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ২৫ অগ্রহায়ণ ১৪২৮

বন্যার মতো যখন বারবার প্রাকৃতিক দুযোর্গের কবলে পড়ছে বিশ্বের বহু দেশ তখন ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। 

বন্যার মতো যখন বারবার প্রাকৃতিক দুযোর্গের কবলে পড়ছে বিশ্বের বহু দেশ তখন ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামী বছর থেকে বন্যা প্রতিরোধী ভাসমান শহর নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বন্দর নগরী ও বিশ্বের পঞ্চম ব্যস্ততম সমুদ্র বন্দরকে ঘিরে বুসানে নির্মিত হবে এই শহর।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যে সংকট তৈরি হচ্ছে তা সমাধানের লক্ষ্যে এমন পদক্ষেপ। শহরটির ডিজাইনাররা বলছেন, আন্তঃসংযুক্ত কাঠামোর সমন্বয়ে প্রস্তাবিত ভাসমান এই শহরে জায়গা হবে দশ হাজার লোকের।

ডিজাইনার, স্থপতি ও প্রকৌশলীদের সমন্বিত একটি গ্রুপ, দ্য ওশেনিক্স প্রজেক্টের পরিকল্পনার কথা জানায় ২০১৯ সালে এবং তারা জায়গা খুঁজছিলেন কোথায় এটি নির্মাণ করা সম্ভব হয়। গত মাসে এই গ্রুপটি বুসান কর্তৃপক্ষ ও জাতিসংঘের আরবান ডেভলপমেন্ট এজেন্সির সঙ্গে দক্ষিণ কোরিয়ার উপকূলে এটি নির্মাণের জন্য চুক্তি সই করে।

সমুদ্রের পানির ঢেউয়ের সঙ্গে ভাসমান অবস্থায় থাকবে এই শহর। পাঁচ একর জায়গাজুড়ে নির্মিত এই শহরে তিনশ বাড়ি থাকবে এবং প্রতিটি বাড়ি হবে ৭ তলা বিশিষ্ট। শুধু তাই নয় থাকবে বৃহৎ নেটওয়ার্ক সিস্টেম, হাঁটার পথ, এমনকি বাইসাইকেল পথও থাকবে।

একটি ড্যানিশ আর্কিটেকচার ফার্ম, যেটি এই শহর নির্মাণের ডিজাইনের নেতৃত্বে রয়েছে তাদের তথ্য অনুযায়ী, কয়েকটি গ্রামে ভাগ করা হবে এই শহরকে এবং সেখানে প্রতিটি গ্রামে ১৬৫০ জন করে বসবাস করতে পারবেন। তাদের জন্য থাকবে রেস্টুরেন্ট, গ্রামীণ আবহে তৈরি হবে কো-ওয়ার্কিং স্পেস এবং অবসর কাটানোর সব ধরনের সুযোগ সুবিধা থাকবে।

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ