বরিশালগামী লঞ্চের কেবিন মিললো নারীর মরদেহ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ২৫ অগ্রহায়ণ ১৪২৮

রিশাল-ঢাকা নৌপথের বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

রিশাল-ঢাকা নৌপথের বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় লাশ উদ্ধার করে পুলিশ। শারমিন ঢাকার তেজগাঁও শিল্প এলাকার কুনিপাড়ার বাসিন্দা এনায়েত ফকিরের মেয়ে।

লঞ্চের ঘাট ম্যানেজার নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে দুই তরুণ-তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে একটি কেবিন ১৮শ’ টাকায় ভাড়া নেন। রাত ৯টায় লঞ্চটি ছাড়ার সময়ও তারা একসঙ্গে কেবিনে ছিলেন। ভোর ৫টায় লঞ্চ বরিশাল ঘাটে নোঙর করে। এরপর ডেক ও কেবিনের যাত্রীরা নামতে থাকেন। কিন্তু ৮টার পরও ওই কেবিনের যাত্রীরা নামছিলেন না। পরে লঞ্চের স্টাফরা কেবিনের দরজা ধাক্কাধাক্কি করেন। তালাবদ্ধ থাকায় ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে স্টাফদের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে কেবিনের তালা খুলে তরুণীর লাশ দেখতে পান। তবে তার সঙ্গে থাকা তরুণকে পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার (নৌ পুলিশ) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর সুযোগ বুঝে ঘাতক কেবিন থেকে বের হয়ে লঞ্চের যাত্রীদের ভেতর মিশে যায়। ভোরে লঞ্চ ঘাটে ভেড়ানোর সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

Share This Article