অস্ট্রিয়ায় ১৪ বছরোর্ধ্ব সকলের টিকা বাধ্যতামূলক, না ‍নিলে গুনতে হবে বড় অংকের জরিমানা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩০, শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ২৫ অগ্রহায়ণ ১৪২৮

করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রিয়ার রক্ষণশীলদের নেতৃত্বাধীন সরকার।

করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রিয়ার রক্ষণশীলদের নেতৃত্বাধীন সরকার।  ১৪ বছরোর্ধ্ব মানুষদের জন্য কোভিড টিকা বাধ্যতামূলক এবং যারা এটি নিতে অস্বীকৃতি জানাবে তাদেরকে প্রতি তিন মাস অন্তর ৩ হাজার ৬০০ ইউরো (৪০৭১ ডলার) জরিমানা দিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জানা গেছে, অস্ট্রিয়ার মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন। পশ্চিম ইউরোপের দেশ হিসেবে  টিকাদানের সবচেয়ে নিম্ন হারে রয়েছে। দেশটির অনেক নাগরিক টিকা নিয়ে সন্দেহপ্রবণ। পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল ডানপন্থী ফ্রিডম পার্টি টিকা নিয়ে সন্দেহপ্রবণতা  উসকে দিচ্ছে ।

তিন সপ্তাহ আগে অস্ট্রিয়াতে সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছায়। এরপর সরকার চতুর্থ জাতীয় লকডাউন ঘোষণা করে। তখনই বলা হয়েছিল, প্রথম ইউরোপীয় দেশ হিসেবে সবার জন্য টিকা বাধ্যতামূলক করা হবে।

এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ওল্ফগ্যাং মুয়েকস্টেইনকে সঙ্গে সাংবিধানিক বিষয়ক মন্ত্রী ক্যারোলাইন এডস্টেডলার বলেন, টিকা না নেওয়া মানুষদের আমরা শাস্তি দিতে চাই না। আমরা তাদের মন জয় করতে চাই এবং টিকা নিতে রাজি করাতে চাই।

টিকা বাধ্যতামূলক করার এই প্রস্তাব অবশ্যই পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। ১ ফেব্রুয়ারি পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। দুটি বিরোধী দল এই প্রস্তাব সমর্থন করছে। ফলে ধারণা করা হচ্ছে সহজেই এটি পাস হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তিন মাস অন্তর টিকা নেওয়ার সময়সীমা থাকবে। কর্তৃপক্ষ কেন্দ্রীয় টিকা রেজিস্টার যাচাই করবে। তালিকায় নাম না থাকলে জরিমানার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত প্রক্রিয়া হিসেবে ৩ হাজার ৬০০ ইউরো জরিমানা করা হবে।

তিনি আরও জানান, মানুষের আয় ও অন্যান্য আর্থিক প্রয়োজনীয়তা বিবেচনা নেওয়া হবে জরিমানার ক্ষেত্রে।

Share This Article


হাসপাতালে সৌদি বাদশাহ

‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০