বিশ্বব্যাপি শান্তির বার্তা ছড়িয়ে দেবে ঢাকা!

মোহাম্মাদ এনামুল হক এনা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকায় হতে যাচ্ছে ‘বিশ্ব শান্তি সম্মেলন-২০২১’। ৪ ডিসেম্বর হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুইদিনব্যাপি এই সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আর সমাপণীতে থাকবেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপি শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। ফলে সর্বত্র ছড়িয়ে পড়বে ঢাকার শান্তির বার্তা।সম্মেলনে বঙ্গবন্ধুর নামে দেওয়া হবে সম্মাননা।
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, চলচ্চিত্রকার, থিংক ট্যাংক ও রাজনীতিবিদসহ শান্তি রক্ষায় কাজ করা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চক তং, শান্তিতে নোবেল বিজয়ী ভারতের কৈলাশ সত্যার্থীসহ আরও ৩৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভার্চুয়ালি যুক্ত হবেন ঢাকা সম্মেলনে।
এছাড়া শ্রীলঙ্কান ইউনিভার্সিটি অব কলম্বোর ভাইস চ্যান্সেলর প্রফেসর চান্দ্রিকা এন ওয়াজেয়ারত্নে, ভারতের সৃজনশীল চলচ্চিত্রকার গৌতম ঘোষ ও সাবেক মন্ত্রী সুরেশ প্রভুসহ আরও ৬৫ জন অতিথি সশরীরে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ঢাকা শান্তি সম্মেলন উপলক্ষ্যে জাতীয় জাদুঘরে ‘সিনেমা ফর পিস’ নামে ২৯ ও ৩০ নভেম্বর চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্র দেখতে দর্শকদের কোনো ফি দিতে হবে না।